
স্পোর্টস আপডেট ডেস্ক– রিও ডি জেনিরো অলিম্পিকের ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন আরো দুই বাংলাদেশি ক্রীড়াবিদ। এরা হলেন মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা।
আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আয়োজন গ্রীষ্মকালীন অলিম্পিক। এই গেমসে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইল ও ব্রেস্টস্ট্রোকে পদকের জন্য লড়বেন বাংলাদেশের সাগর ও সোনিয়া।এর আগে শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও আর্চারিতে শ্যামলী রায় অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতার ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন।
এ চারজনের সঙ্গে বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশগ্রহণকারীদের দলে নাম লেখাতে যাচ্ছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। র্যা ঙ্কিয়ে বর্তমানে ৫৫তম স্থানে রয়েছেন এ গলফার। ১১ জুলাইয়ের মধ্যে র্যাদঙ্কিয়ে ৬০ এর মধ্যে থাকতে পারলে অলিম্পিকে সরাসরিই খেলার সুযোগ পেয়ে যাবেন সিদ্দিকুর।