
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি- ঈদের ছুটি শেষে রবিবার থেকে কর্মব্যবস্ততা শুরু হচ্ছে মানুষের। তাই শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষেরা। রবিবার সকালে ঢাকাগামী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি ঘাটে।
ব্যস্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার সাথে যোগাযোগের অন্যতম নৌপথ মাদারীপুর জেলার শিবচরের কাওড়াকান্দি-শিমৃুলিয়া। রবিবার সকাল থেকেই যাত্রীদের দলে দলে নৌযানে উঠে পদ্মা পার হতে দেখা গেছে। লঞ্চ,স্পিডবোট, ফেরিতেও ছিল যাত্রীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় বেড়েই চলেছে।
বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার চাপ বাড়বে আবার। ঈদের ছুটি শেষ হওয়ার প্রথম দিনেই যাত্রীদের ভিড় দেখা গেছে কাওড়াকান্দি ঘাটে। যাত্রীদের পারাপার নিশ্চিত করতে নৌরুটে ৭৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোটের পাশাপাশি চারটি রোরো ফেরিসহ ১৭ টি ফেরি চলাচল করছে। আবহাওয়া বৈরি হওয়ায় ফেরিতেও উল্লেখযোগ্য সংখ্যক যাত্রীদের পার করা হচ্ছে।
এদিকে কাওড়াকান্দি লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, প্রতিটি লঞ্চেই ধারণক্ষমতা অনুযায়ী যাত্রীদের উঠানো হচ্ছে। এজন্য বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাট পরিদর্শকসহ পুলিশ, আনসার যাত্রী নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছেন।
বিআইডব্লিউটিএ’র কাওড়াকান্দি ঘাটের পরিদর্শক এবিএস মাহমুদ জানান, ‘প্রতিটি লঞ্চেই যাত্রীদের ধারণ ক্ষমতা অনুযায়ী উঠানো হচ্ছে। এক্ষেত্রে যতটা সম্ভব পারা যায়, গুণে গুণে যাত্রীদের উঠানো হচ্ছে। তাছাড়া জীবন রক্ষাকারী বয়া, লাইফ জ্যাকেট প্রতিটি লঞ্চেই রাখা আছে।’