
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে গোলাপ হোসেন (৩৪) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৬৫ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত গোলাপ স্থানীয় সীমান্তবর্তী চণ্ডিপুর গ্রামের খয়রুলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে গোলাপ সীমান্তের ২৬৫ মেইন পিলারের কাছে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বাংলাদেশ বর্ডার গার্ড-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী রেজা বলেন, স্থানীয়দের কাছে চকিলাম সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি নিশ্চিত হতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।