
সময়ের কণ্ঠস্বর: শেষ হয়েছে ঈদের ছুটি, যোগ দিতে হবে কর্মস্থলে। তাইতো ঢাকামুখি মানুষের এমন স্রোত। নাড়ির বাঁধন ছিঁড়ে আবার ব্যস্ত শহরে। পেশাগত কারণে ইট-পাথরের শহর ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। ঘরে ফেরার সময় ভোগান্তি না থাকলেও, ফিরতি পথে রয়েছে নানা দুর্ভোগের অভিযোগ।
ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে দাঁড়িয়ে থেকেও খুলনায় মিলছে না বাস কিংবা ট্রেনের টিকিট। অবশ্য বরিশালেও বাস-লঞ্চে উপচে পড়া ভিড় রয়েছে।
দক্ষিণাঞ্চলের জেলা বরিশালের লঞ্চঘাট। খুব একটা ভোগান্তি না থাকলেও, ডেকের স্থান ও টিকিট নিয়ে যাত্রীদের রয়েছে বেশকিছু অভিযোগ।
যদিও বিআইডব্লিউটিএর দাবি, অতিরিক্ত ভাড়া আদায় ও কালেবাজারি রোধে সতর্ক তারা। এছাড়া ঘাটের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃংঙ্খলাবাহিনী।
যাত্রা নির্বিঘ্ন করতে, খুলনা-ঢাকা রুটেও চলছে ঈদ স্পেশালসহ ৩টি ট্রেন। যদিও ঘণ্টার পর ঘণ্টা কাউন্টারে দাঁড়িয়ে থেকেও মিলছে না টিকিট।
রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, কালোবাজারি রোধে কড়া নজরদারি রয়েছে তাদের।
যাদের ভরসা বাস, তাদের জন্যও নেই সুখবর। ১৯ জুলাই পর্যন্ত বাসের আগাম টিকেট বিক্রি শেষ। তাই অনিশ্চয়তা দেখা দিয়েছে ঢাকায় ফেরা নিয়ে।
ঈদ শেষে কর্মস্থলে ফেরার এ ভোগান্তি কবে কমবে? এমন প্রশ্নই মানুষের।