
চিত্র-বিচিত্র ডেস্ক: বিশ্ব উষ্ণায়নের জেরে এবার আরও বড় অশনি সংকেতের কথা জানালেন বৈজ্ঞানিকরা। গত জুন মাসে সুমেরু সাগরের বরফ নাকি সবথেকে বেশি পরিমাণে গলে গিয়েছে বলে গবেষণায় বলা হচ্ছে। আর এর জেরেই বিশ্বজুড়ে বিভিন্ন মহাসাগর ও সাগরে পানির স্তর কিছুটা হলেও বেড়ে গেছে। আর এতেই অশনি সংকেত দেখছেন তাঁরা।
একটি পরীক্ষায় বলা হয়েছে, গত জুন মাসের প্রথম থেকেই সুমেরু সাগরে দিনে গড়ে ৩৭ হাজার বর্গ কিলোমিটারের বরফ গলে গিয়েছে। ১৯৭৯ সালের পর এমন পরিস্থিতি নাকি এটাই প্রথম ঘটল বলে ওই পরীক্ষায় জানানো হয়েছে।
বৈজ্ঞানিকদের দাবি, যেভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাড়ছে, তাতে আগামী সেপ্টেম্বর মাসেই রেকর্ড পরিমাণ বরফ গলবে এই অঞ্চলে। আর তাতেই পৃথিবীর উপর প্রভাব পড়বে মারাত্মক। এমনকী, অচিরেই ধ্বংস হতে পারে পৃথিবী !