
আন্তর্জাতিক ডেস্ক: এবার আমেরিকার বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিল আল-কয়েদা প্রধান মৃত ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। ২১ মিনিটের একটি ভিডিওতে হামজা সরাসরি আমেরিকার উপর হামলার কথা বলেছে।
হামজার বক্তব্যে উঠে এসেছে তীব্র আমেরিকা বিদ্বেষ। সেখানে বলা হয়েছে মধ্য প্রাচ্যের দেশগুলির উপর যেভাবে আমেরিকা হামলা চালাচ্ছে তা ইসলাম বিরোধী। আর তাই সম্মিলিত ভাবে এবার তারা আমেরিকার উপর হামলা চালাবে।
পাশাপাশি, নিজের বাবার হত্যাকারীকে চরম হুশিয়ারি দিয়েছে এই জঙ্গিনেতা। তার কথায়, আল-কায়েদা সংগঠনটি আগের মতোই শক্তি নিয়ে চলবে। আর তারা সকলেই এই সংগঠনের নেতা। তাই লড়াই চলবেই।
সংবাদ সুত্র লিংক- দ্যা ইন্ডিপেন্ডেন্ট