
মেহেরপুর প্রতিনিধি- মেহেরপুর শহরে জেলা আইনজীবী ভবনের পিছন থেকে তিনটি বোমা ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল)লিফলেট উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৯টার দিকে বোমাসহ প্রচারপত্র উদ্ধার করে মেহেরপুর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরি জানান, সকালে কয়েকজন আইনজীবী অফিসে ঢুকতে গিয়ে ভবনের সিঁড়ির নিচে বোমা দেখতে পান। এ সময় তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
উদ্ধারকৃত লিফলেটে সম্প্রতি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার ক্লিনিক ব্যবসায়ী নজরুলকে হত্যাসহ পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দ্বারা বিভিন্ন হত্যাকাণ্ডের বিষয় তুলে ধরা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহম্মেদ বিজন জানান, বিষয়টি নিয়ে আইনজীবীদের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে সত্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।