
কেরানীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর কেরানীগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছে বখাটে। আহত গৃহবধূর নাম বৃষ্টি (২২)।
গৃহবধূর শাশুড়ি হালেমা নেসা বলেন, ৩ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসসারে ২ বছরের একটি সন্তান আছে। দীর্ঘদিন থেকে একই গ্রামের রহমতুল্লাহ নামের এক বখাটে বৃষ্টিকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে এলাকায় কয়েকদফা শালিসও বসে। গত ৬ মাস আগে এক শালিসে এ সিদ্ধান্ত হয় যে, এরপর যদি রহমতুল্লাহ গৃহবধূকে উত্ত্যক্ত করে, তাহলে বখাটের পরিবার বৃষ্টির পরিবারকে ১০ লাখ টাকা জরিমানা দিবে।
আজ ঘটনার দিন বৃষ্টি তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে। আর শ্বশুর অসুস্থ, সয্যাশায়ী। দুপুরের দিকে তার শাশুড়ি ওযু করার জন্য বাইরে গেলে বখাটে রহমতুল্লাহ ঘরে ঢুকে বৃষ্টিকে এলোপাথারি বুকে ও পেটে কুপাতে থাকে। তার চিৎকারে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করে।
বৃষ্টির অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসক।