
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- মুসাইব ইবনে উমায়ের (২৫), মো. শিপন ওরফে ফয়সাল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মো. ইসলাম (৪১)।
সীতাকুণ্ডে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চারটি চাপাতি ও চারটি কিরিচ উদ্ধার করা হয়। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।