
অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে তিন মাদক ব্যবসায়ীকে দুই বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমুর রহমান এ কারাদন্ড দেন।
এর আগে গত সোমবার (১১ জুলাই) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১০কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে, শামছুল হক (৫৫), নজরুল ইসলাম (৪৫) ও মইফুল বেগম (৫৯)।এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদন্ড দেয়া হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলেও তিনি জানিয়েছেন।