
ফরহাদ আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধা জেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা-যমুনা-ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের অনেক গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে।
যমুনা নদী বেষ্টিত সাঘাটা উপজেলার হলদিয়া, মদনের পাড়া, আমদির পাড়া, কাঠুয়া, গোবিন্ধপর, জটিরপাড়া, থৈকরের পাড়া, চিনিরপটল, পালপাড়া, চকপাড়া, পবনতাইর, কুন্ডপাড়া, চানপাড়া,গোবিন্ধি, বাশহাটা, মিয়াপাড়াসহ বেশ ক’টি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে ।
তিস্তা নদী বেষ্টিত সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর ও দক্ষিন শ্রীপুর, কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া, হরিপুর ইউনিয়নের হাজারির হাট, চড়িতাবাড়ি, বোছাগাড়ি, হরিপুর খেয়াঘাট ও বেলকা ইউনিয়নের কিশামত সদর, বেলকা নবাবগঞ্জসহ কাপাসিয়া, চন্ডিপুর, তারাপুর ইউনিয়নের বেশ ক’টি গ্রাম।
ব্রহ্মপুত্র নদ বেষ্টিত ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাঁধা, পশ্চিম নিশ্চিন্তপুর, চন্দনস্বর, পশ্চিম খাটিয়ামারী, উত্তর খাটিয়ামারী, পূর্ব খাটিয়ামারী, এরেন্ডাবাড়ী ইউনিয়নের তিনথোপা, পাগলার চর, বুলবুলি, দক্ষিণ হরিচন্ডি, উত্তর হরিচন্ডি, ঘাটুয়া, দক্ষিন সন্যাসী, আনন্দবাড়ী, পশ্চিম ডাকাতির চর, আলগার চর, পশ্চিম জিগাবাড়ী, ধলি পাটাধোয়া গ্রাম প্লাবিত হয়েছে।
বন্যায় প্লাবিত হয়ে এসব গ্রামের ফসলি জমি পাট ক্ষেত, সদ্য রোপনকৃত বীজতলা, খদ্য শস্যাসহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে।
এসব এলাকায় বন্যার্ত মানুষেরা দুর্ভোগের শিকার হয়ে অসহায়ে দিন কাটাতে হচ্ছে। বন্যা কবলিত এলাকার অধিকাংশ লোক উঁচু মাচা পেতে, নৌকা ও কলা গাছের ভেলায় রাত্রিযাপন করছেন।