
স্পোর্টস ডেস্কঃ
আনুশকা-বিরাটের প্রেম যেন শেষ হচ্ছেই না। যখনই মনে হয় যে তাদের প্রেমের অধ্যায় মনে হয় শেষ হতে যাচ্ছে তখনই নতুন খবর চলে আসে।
এবার কোহলির পাশে থেকে সমর্থন করতে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন আনুশকা শর্মা। ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ক্যারিবিয়ান দীপপুঞ্জে রয়েছে ভারতীয় টেস্ট দল। সেখানেই যাওয়ার কথা আছে আনুশকার।
উপমহাদেশের বাইরে এই প্রথম দেশের অধিনায়কত্ব দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি। সেই সময় প্রেমিকাও থাকবেন তার পাশে। রাহানে, জাদেজা, মুরলি বিজয়, পূজারা, রোহিত শর্মা, বিনিদের স্ত্রীরাও যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে।
এদিকে আইপিএলের পর থেকে শোনা যায় এই সেলিব্রিটি জুটি আবার এক হতে যাচ্ছেন। এতদিন ব্যাপারটা লুকনো থাকলেও এবার হয়তো তা প্রকাশ্যে আসতে চলেছে।