
সময়ের কণ্ঠস্বরঃ
ধর্মের নামে মানুষ হত্যাকারী জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজধানীর গুলশানে ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা আমাদের দেশের জন্য লজ্জাজনক।
বুধবার বিকেলে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার আইন-শৃঙ্খলা বাহিনীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের রোল মডেল তখন এই ধরনের হামলা করা হয়েছে। এমন কাজ যারা করেছে, এটি ঘৃণ্য অপরাধ। তারা তো মসজিদে নববীতেও বোমা হামলা করেছে। যারা ধর্মের নামে এসব করছে, তাদের কোনো ধর্ম নেই। তারা জান্নাত তো দূরের কথা জাহান্নামে জায়গা পাবে না।