
আন্তর্জাতিক ডেস্ক- আমেরিকার ডালাসে নিহত পুলিশ সদস্যদের শোকসভায় দেশটির সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে নাচতে ও বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে।
যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি সানের খবরে বলা হয়, গত ৭ জুলাই মিকা এক্স জনসন নামে হত্যাকারীর গুলিতে নিহত হয় ৫ জন পুলিশ কর্মকর্তা। নিহতদের স্মরণ করে যখন গান গাওয়া হচ্ছিল, তখন সে গানের তালে তালে নাচার চেষ্টা করছিলেন সাবেক এই বিশ্ব নেতা।
এমনকি তাকে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার হাত ধরে অদ্ভুতভাবে ৫ মিনিটের সেই গানটি গাইতে দেখা যায়। এর প্রতিক্রিয়ায় একজন টুইটারে টুইট করে লিখেছেন, ‘দয়া করে কেউ জর্জ ডব্লিউ বুশকে বল, সে শোকসভায় আছে।’
এর আগে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে বক্তব্য রাখেন বুশ।
তিনি বলেন, ‘আজকে জাতি চিন্তিত। আমাদের মধ্যে যারা ডালাসকে ভালোবাসেন এবং যারা ডালাসকে বাড়ি মনে করেন। তাদের পরিবারের সদস্যই নিহত এই ৫ পুলিশ সদস্য। আমরা এই ত্যাগে খুবই গর্বিত।’
ভিডিও লিংক:
https://youtu.be/p56n7xcv67Q