
প্রতিবেদক, ঊর্মিলা শাহাদাৎ রিয়াঃ
পুরান ঢাকার অলি-গলিতে এ ভাবেই ময়লার স্তূপ জমে আছে এ সকল জমে থাকা ময়লার দূরগন্ধে বংশাল,নাজিরাবাজার,চাঁনখারপুল,সাতরওজা,বেগমবাজার,মিটর্ফোট,পায়রাচত্তর মুকিমবাজারের এলাকাবাসী অতিষ্ট।
অনুসন্ধান করে দেখা যায়, দিনকার দিন পড়ে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার করা হচ্ছেনা ময়লার উপর বৃষ্টির পানি জমে পরিবেশ মারাত্মক ভাবে দূষণ হচ্ছে, রাস্তা দিয়ে জাতায়াত করতে হচ্ছে নাকে রুমাল চেপে, বেশি ভোগান্তিতে পড়ছে পুরান ঢাকার এলাকার স্থায়ী বসবাসকারীরা।
মোটরসাইকেল পার্টস বিক্রেতা সবুজ মিয়া জানান, দীর্ঘদিন যাবত এই বেহাল দশা ! অল্প বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে যায়, এতে করে তাদের ব্যাপক লোকসান হচ্ছে, রাস্তা এবং এই পরিবেশের জন্য ক্রেতারা বংশাল বিমুখ হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন ।
এলাকাবাসী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কে বিষয়টি সম্পর্কে অবগত করেও কোন প্রতিকার পাননি তবুও এলাকাবাসী আশা করছেন বিষয়টিকে সংশ্লিষ্ট ব্যক্তি গুরুত্ব সহকারে দেখবেন এবং অতিদ্রুততার সংগে এ সমস্যা সমাধান করে এলাকাবাসী কে এই ভোগান্তি থেকে মুক্ত করবেন।