
আন্তর্জাতিক ডেস্ক – তুরস্কের চলমান সামরিক ক্যু প্রচেষ্টায় সেনাবাহিনী দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষমতা কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে।
ইতোমধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এনটিভির কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে সার্বিক ক্ষমতা গ্রহণের ঘোষণা দিয়েছে।
ক্ষমতাসীন একে পার্টির ইস্তাম্বুলস্থ হেডকোয়ার্টার সেনাবাহিনীর সদস্যরা দখলে নিয়ে নিয়েছে।
দেশটির সব বিমানবন্দরে বিমান উঠা নামা বাতিল করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। রাস্তায় শত শত ট্যাংক নেমেছে। সাজোয়া যানে ভরে গেছে তুরস্কের রাজপথ।
এদিকে প্রেসিডেন্ট এরদোগান রাজধানী আংকারার বাইরে আছেন। মামারিস শহরে তাকে তার নিরাপত্তাকর্মীরা নিরাপদ জায়গায় নিয়ে রেখেছেন।