
আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার রাতে ট্রাক দিয়ে হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। শনিবার আইএসের সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।বৃহস্পতিবার রাতে নিস শহরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজি উৎসব অনুষ্ঠানে ট্রাক চালিয়ে দিলে অন্তত ৮৪ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। দেশটির সরকারি কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছিল।
আইএসের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে আমাক নিউজ জানায়, ‘আইএসের বিরুদ্ধে যেসব জোট যুদ্ধ করছে, তাদের হামলার জবাব দিতেই সেনারা এ হামলা চালিয়েছে।’