জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা।
৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আবুল এহসান আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে এগারটায় মনোহরপুর বিওপির টহল দল সুবেদার ইব্রাহীম খলিলের নেতৃত্ত্বে শিবগঞ্জ উপজেলার চাররশিয়া মাঠ এলাকার একটি পাট ক্ষেতে ফাঁদ পেতে একটি ব্যাগ সহ ২ ব্যক্তিকে ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে দৌড়িয়ে পালিয়ে যায়। পরে মালিকবিহীন ব্যাগটি তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি।
উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলির মূল্য প্রায় ১ লক্ষ ২ হাজার টাকা। এ ব্যাপারে মামলা দায়ের করে উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি শিবগঞ্জ থানায় জমা করা হবে বলেও জানান লেঃ কর্নেল আবুল এহসান।