

আন্তর্জাতিক ডেস্কঃ
চীনা এক ব্যবসায়ীকে কথিত গোয়েন্দাবৃত্তির দায়ে চার বছর কারাদণ্ড দিয়েছে আমেরিকার একটি আদালত। সু বিন নামের এ ব্যবসায়ীসাইবার হামলা চালিয়ে সামরিক স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেয়ার দায় স্বীকার করেছেন বলে খবরে দাবি করা হয়েছে।
৪৬ মাস কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার ডলার জরিমানার আদেশও দিয়েছে লস অ্যাঞ্জেলসের আদালত। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে এ সব গোয়েন্দা তৎপরতা চালানো হয়েছে। চীনা হ্যাকারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা কোম্পানির তথ্য হাতিয়ে নেয়ার কথা চীনা ব্যবসায়ী স্বীকার করেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। হ্যাকাররা যে সব তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে দাবি করা হয় তার মধ্যে এফ-৩৫ সামরিক বিমানও রয়েছে। ২০১৪ সালে কানাডায় গ্রেফতার করার পর তাকে আমেরিকা ফেরৎ পাঠানো হয়।
এদিকে, বিদেশি কোম্পানি বা সরকারের বিরুদ্ধে কোনো ধরণের সাইবার হামলা চালানোর কথা একাধিকবার পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে বেইজিং সরকার।