সময়ের কণ্ঠস্বর ডেস্ক – মাথায় শিংসহ এক বৃদ্ধের সন্ধন মিলেছে জামালপুর জেনারেল হাসপাতালে। বৃদ্ধের নাম আয়াত আলী শেখ।
খোঁজ নিয়ে জানা যায়, বছর খানেক আগে তাঁর মাথায় দেখা দেয় এক ফোঁড়া। কিন্তু দিন যত গড়িয়েছে, ওই ফোঁড়া হুবহু শিংয়ের আকৃতি ধারণ করেছে। অবশেষে এ ‘শিংয়ের’ চিকিৎসায় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
হাসপাতালের এক চিকিৎসক জানান, এই রোগের নাম সেফাসিয়াস হর্ন। অস্ত্রোপচারের মাধ্যমে শিংটি কেটে ফেলা সম্ভব।