

মোঃ রুবেল ইসলাম, মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকার গুলশানে ও শোলাকিয়া হামলার পর পদ্মাসেতুর উপর জঙ্গি হামলার আশঙ্কা করলেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, জঙ্গি হামলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও সংকীত নই। আজ রবিবার দুপুরে শ্রীনগরের মুন্সীগঞ্জের দোগাছি পদ্মাসেতু সার্ভিস সেন্টারে সেনাবাহিনী আয়োজিত পদ্মাসেতু নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে আলোচনা সভায় সাংবাদিকদের সাথে এ কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, আমরা আঘাত প্রাপ্ত তবে ভেঙ্গে পরেনি। এ সকল পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি। সেনা বাহিনীর পক্ষে এ সময় উপস্থিত ছিলেন, মেজর জেনারেল আবু সাইদ, ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ও সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এই সভায় মন্ত্রী আরো বলেন, এই পর্যন্ত পদ্মা সেতুর ২০টি পাইলিং সহ ৩৬ শতাংশ কাজের অগ্রগতি সম্পন্ন হয়েছে।