
মাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি – নীলফামারীর ডোমারে ভাইয়ের মেয়ে ভাতিজীকে ধর্ষনের অভিযোগে ধর্ষক চাচা নুর আমিন (৪৬)কে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিনবট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগাড়ে পাঠানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী মাদ্রাসা পাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে নুর আমিন তার বড় ভাইয়ের মেয়ে ভাতিজী (১৬) কে ভয়ভিতী দেখিয়ে জোরপুর্বক একাধিকবার ধর্ষন করে আসছিলো। হত্যার হুমকীর কারনে ভয়ে মেয়েটি চাচার বিরুদ্ধে কাউকে কিছু বলতে পারছিল না। ফলে মেয়েটি অন্তসত্বা হয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ পেলে শনিবার মেয়েটির মা বাদী হয়ে ডোমার থানায় ৯ (১) ধারায় ধর্ষন মামলা নং-৪ দায়ের করেন।
মামলার ঘটনার পর আসামী নিজেকে আড়াল করতে ডোমারের পাঙ্গা মটুকপুর ইউনিয়নের তিনবট গ্রামে আত্বগোপন করে। সেখানে অভিযান চালিয়ে ডোমার থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান ধর্ষককে গ্রেফতার করে।
ডোমার থানার ওসি আহম্মেদ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে সময়ের কণ্ঠস্বরকে জানায়, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।