
মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি: এদেশে জঙ্গী ও সন্ত্রাসীদের মদদ দিচ্ছে জামায়াত-শিবিব। তাদের প্রত্যক্ষ-পরোক্ষ শক্তিতে জঙ্গীরা বড় বড় হামলা চালাচ্ছে। এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করতে হবে বলে দাবী করেছেন ইসলামি ফাউন্ডেশনের গভর্নর ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ। আজ রবিবার বেলা ১টার দিকে মাদারীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
প্রধান অতিথি বলেন, জামায়াত ১৯৭১ সালে এদেশে যেমন হত্যাযজ্ঞ করেছিল, এখন তারাই ভিন্ন রূপে আবির্ভাব হয়েছে। তাদের সহায়তার আইএস এদেশে প্রবেশ করেছে। তাদের রাজনৈতিক পথ বন্ধ করতে হবে।’ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান আলোচক ছিলেন জাতীয় খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ডঃ মোহাম্মদ আবদুল হক। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্তি জেলা প্রশাসক বাবর আলী মীর। সভায় ইসলামি ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা ও নূরানীর প্রায় ৩ শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা, অবিলম্বে এদেশ থেকে জঙ্গীবাদ দমনে সরকারকে আহবান জানান। তারা এলাকায় এলাকায় জঙ্গীবাদ দমনে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।