
চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর কর্ণফুলী এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। আজ রোববার সকালে থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও আটক করা হয় বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোলায়মান (৪২), মো. নূর আলম (৪৫) ও মোছাম্মত জেবুন্নেসা (৬২)। এসময় তাদের কাছ থেকে নগদ ১৮ লাখ টাকাও উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার জুলহাস ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত তিনজন আনোয়ারা উপজেলার পশ্চিম রায়পুরা থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রাম নগরীতে আসছিলেন। গোপন সংবাদে মইজ্জ্যার টেক এলাকায় অটোরিকশাটি তল্লাশি করে নগদ ১৮ লাখ টাকা ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।