
আন্তর্জাতিক ডেস্কঃ
তুরস্ক সরকার ইনজারলিক বিমান ঘাঁটি পুনরায় মার্কিনীদের ব্যবহারের জন্য খুলে দিয়েছে। এ ঘাঁটি অভ্যুত্থানের সমর্থকরা ব্যবহার করে থাকতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্বীকার করার পর এটি খুলে দেয়া হয়। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে দক্ষিণাঞ্চলীয় তুরস্কের আদানায় অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করছে বলে জানিয়েছে পেন্টাগন।
শুক্রবার রাতে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পরই এ ঘাঁটি বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া ঘাঁটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছিল তুর্কি কর্তৃপক্ষ। এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দফা আলোচনা করেছেন বলে নিউজ চ্যানেল সিএনএন’কে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি বলেন, তুরস্ক কর্তৃপক্ষ নিশ্চয়তা দিয়েছে যে দায়েশ বিরোধী অভিযানে কোনো বাঁধা দেয়া হবে না।
পাশাপাশি তিনি এও স্বীকার করেন যে অভ্যুত্থানের সমর্থকরা হয়ত জ্বালানি ভরার কাজে ঘাঁটিটি ব্যবহার করে থাকতে পারে।