
আন্তর্জাতিক ডেস্ক-
জার্মানির বাভারিয়া প্রদেশের উরজবার্গ শহরের কাছে একটি ট্রেনে সন্ত্রাসী হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন হামলাকারী সহ কমপক্ষে ২১ জন যাত্রী । স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উরজবার্গ এবং ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনের যাত্রীদের আকস্মিকভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে এক অজ্ঞাত দুর্বৃত্ত।
হামলাকারী ব্যক্তিকে পুলিশ গুলি করার আগে অন্তত ২০/২৫ জন যাত্রীকে কুপিয়ে আহত করে ওই দুর্বৃত্ত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। হামলাকারী সম্পর্কেও বিস্তারিত জানা যায়নি।