
আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রতিবাদে এবং জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। আজ মঙ্গলবার দুপুরে পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বক্তারা দেশকে সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত করতে সকলের সম্মিলিত অংশ গ্রহনের ওপর গুরত্ব আরোপ করেন। উগ্রবাদী ও জঙ্গীদের খুব দ্রুত খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।