

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ৭ দিন ব্যাপী জাতীয় মৎস্য সাপ্তাহ শুরু। “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতি পাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সাপ্তাহ শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আযোজিত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, ডঃ মোহাম্মদ আফতাব হোসেন।
বিশেষ অতিথি ছিলেন খামার ব্যাবস্থাপক লতিফুর রহমান এবং মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শামিমা আখতার। সকাল সাড়ে এগারটায় এ মৎস্য কর্মসূচি শুরু হয়। জেলায় এ বছর উৎপাদন ধরা হয়েছে ২৬ হাজার ২৭২ মেট্রিক টন।
সংবাদ সম্মেলন এ বক্তব্য রাখেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সহ সভাপতি মোরাসফ হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি এম.মনিরুজ্জামান, বাংলাভিন টিভির এম দেলোয়ার হোসেন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস, কালের কণ্ঠ প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, 71NEWS.TV ও দৈনিক অর্থনীতির কাগজের জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মোর্শেদ আলম মালেক প্রমুখ।
এ সময় যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মতিউর রহমান, এটিন বাংলার প্রতিনিধি লিটন চক্রবতী, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়া, দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি মোঃ শিহাবুর রহমান, দৈনিক মাতৃকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন সহ বিভিন্ন প্রিন্ট ইলেক্টনিক ও অন-লাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।