

আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধান চেয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ(মঙ্গলবার) বলেছেন, কাশ্মিরের মতপার্থক্য কেবলমাত্র শান্তিপূর্ণ উপায়েই সমাধান হতে পারে। পাশাপাশি সংঘর্ষে জড়িত সবপক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি।
চলতি মাসের ৮ তারিখে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে স্বাধীনতাকামী গোষ্ঠী হিজবুল মুজাহেদিনের শীর্ষস্থানীয় কমান্ডার ২২ বছর বয়সী বুরহান ওয়ানি নিহত হওয়াকে কেন্দ্র করে কাশ্মিরে চলমান বিক্ষোভ সহিংসতার সূচনা হয়।
এ পর্যন্ত অন্তত ৪৪ ব্যক্তি নিহত এবং প্রায় সাড়ে তিন হাজার ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে অনেকেই ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া ছররা গুলিতে চোখে মারাত্মক আঘাত পেয়েছে।