
রাজশাহী প্রতিনিধি- রাজশাহীর চারঘাটে বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বিভিন্ন সময়ে উপজেলার পুলিশ একাডেমির সুইপার কলোনীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমির সুইপার কলোনীর জহর লাল (৫৫), গোধুনী রানী (৭০), অনিল (৫৫), গোর শহরপুরের মাহাতাব উদ্দিন (৫৫) ও মুক্তারপুরেরর হেলাল উদ্দিন (৫৬)।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।