
মেহেদী হাসান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কম দেয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গ্রামবাসী জানান, মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়। এ সময়ে কয়েকজন নির্ধারিত টাকার চেয়ে কম পাওয়ার অভিযোগ তোলে। এতে ক্ষুব্ধ গ্রামবাসী বিদ্যালয়ের শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে পৌছান।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী হাবিবা খাতুনকে টাকা দেয়ার সময় ভূলক্রমে ২০০ টাকা কম চলে যায়। এ নিয়ে গ্রামের একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্নভাবে ব্যবহার করে।
আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিনা আঞ্জুমান আরা জানান, সবকিছু ঠিকমতই চলছিলো। বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর অভিভাবকের ইন্ধনে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরিস্থিত স্বাভাবিক হয় এবং আবারও উপবৃত্তির টাকা বিতরণ শুরু হয়।