
গাজীপুর প্রতিনিধি: মহানগরের সাইনবোর্ড এলাকায় একটি কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী পোশাক শ্রমিক (৩০) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০ দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) মোঃ আরিফ হোসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, রাতে ওই নারী পোশাক শ্রমিক সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা তার মরদেহ নিয়ে যায়। পরে পুলিশ জানতে পারেন নিহত ওই নারী সাইনবোর্ড এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।