
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ছাত্রলীগের অাহ্বায়ক এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১২টার দিকে শরীয়তপুর সরকারী কলেজের সামনে বিক্ষোভ মিছিল শেষে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়ক অবরোধ করে রাখে কলেজের শিক্ষার্থীরা।
পরে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিচারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয়া হয় ও ১২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতারের সময় বেধে দেয় সরকারী কলেজের শিক্ষার্থীরা। এ সময় শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, শরীয়তপুর সরকারী কলেজে জেলা ছাত্রলীগের অাহ্বায়ক মহসিন মাদবর এর সমর্থকদের সাথে কলেজ শাখার ছাত্রলীগ নেতা সবুজ তালুকদারের সোমবার কলেজ চলাকালীন সময়ে কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কলেজ চলাকালীন সময়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলা ছাত্রলীগের অাহ্বায়ক মহসিন মাদবর সহ ৪ জন আহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ শরীয়তপুর সরকারী কলেজের সামনে ছাত্রলীগের অাহ্বায়ক এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।