
আন্তর্জাতিক ডেস্কঃ
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় মানবিজ শহরের কাছে আমেরিকা ও ফ্রান্সের বিমান বাহিনীর হামলায় অন্তত ১৪০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গত দু দিনের চালানো বিমান হামলায় এসব মানুষ মারা গেছে।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবিজ শহরের কাছে তুখান আল-কুবরা গ্রামে ফ্রান্সের জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়। এ হামলায় নিহত হয় ১২০ জন। মন্ত্রণালয় বলেছে, পরে ওই এলাকায় আরো হামলার জন্য বেশকিছু হতাহত বেসামরিক মানুষ গণনার বাইরে থেকে যায়। মানবিজ এলাকায় মার্কিন বিমান হামলায় ২০ জন নিহত হওয়ার একদিন পর এ হামলা হলো।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে মন্ত্রণালয় বলেছে, কথিত মার্কিন জোট সিরিয়ার নিরাপরাধ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ধরনের বেআইনি হামলার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদকে নিন্দা জানানোর জন্য আহ্বান জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে আরো বলা হয়েছে- সিরিয়ায় যারাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে চায় তাদেরকে দামেস্ক সরকারের সঙ্গে সমন্বয় করে আসতে হবে।