
আন্তর্জাতিক ডেস্ক – কুকুরের মুখে মানুষের বুলি? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আমেরিকার উত্তরাঞ্চলের এক চলচ্চিত্র পরিচালক কথা শিখিয়েছেন তার পোষা কুকুরকে।
দুই বছর বয়সী এ কুকুরটি অবিকল মানুষের মতোই বলতে পারে- ‘আই লাভ ইউ’। আলাস্কার মালামিউত প্রজাতির এ কুকুরের মুখে মানুষের ধ্বনি উচ্চারণের দৃশ্য ভিত্তিও করে ছেড়ে দেয়া হয়েছে অনলাইনে।
এ ব্যাপারে কুকুরের মালিক জানিয়েছেন, ‘কুকুরছানাটি খুবই কথা বলে।