
এস আই মুকুল, ভোলা প্রতিনিধি- ভোলার চরফ্যাশন উপজেলায় দেশী অস্ত্রসহ মোঃ ফয়সাল পিটার (৩৮) নামে এক জলদস্যুকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। মঙ্গলবার সকালে তাকে উপজেলার আবু বকরপুর ইউনিয়নের জনতা বাজার নামক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার মোঃ নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দুইটি পইপগান ও দুইটি রামদাসহ গ্রেফতার করা হয়েছে। পরে, তাকে চরফ্যাশন থানায় সোর্পদ করা হয়।