

সময়ের কণ্ঠস্বর – রাজধানীর রামপুরার বনশ্রীতে ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মা মাহফুজা মালেকার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। গত ১৪ জুন ২০১৬ সালে মামলায় আদালতে চার্জশিট জমা দেয়া হয়। আগামী ১৫ নভেম্বর চার্জ গঠনের কথা রয়েছে।
এর আগে ৪ ও ৯ মার্চ এই আসামিকে দুই দফায় রিমান্ডে পাঠানো হয়। র্যাবের কাছে মাহফুজা মালেক সন্তানদের খুন করার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তির পর পর-ই শিশু দুইটির বাবা বাদি হয়ে মায়ের বরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, দুই শিশু নুসরাত আমান (১২) ও আলভী আমানের (৬) লাশ গত ১ মার্চ রাতে গ্রামের বাড়ি জামালপুরে দাফন করা হয়েছে। তাদের মা-বাবা আগেই সেখানে চলে যান। দুই সন্তানের মরদেহ মর্গে রেখে মা-বাবার গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়। বনশ্রীতে গত ২৯ ফেব্রুয়ারি রাতে দুই ভাইবোনের রহস্যজনক মৃত্যু হয়।
ঘটনার পর স্বজনেরা দাবি করেন, রেস্তোরাঁর খাবার খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর চিকিৎসকেরা জানান, শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নুসরাত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের (প্রধান শাখা) পঞ্চম শ্রেণিতে পড়ত। হলি ক্রিসেন্ট (ইন্টারন্যাশনাল) স্কুল অ্যান্ড কলেজের নার্সারিতে পড়ত আলভী।