

সময়ের কণ্ঠস্বর ডেস্ক – আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে যোগ দেবেন ১২টি দেশের ৫৫ জন অতিথি।
বৃহষ্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্দ্যানে সম্মেলনে উপলক্ষে নির্মিত অস্থায়ী কার্যালয়ে অভ্যার্থনা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব ডা. দীপু মনি এ কথা জানান।
তিনি বলেন, ১২টি দেশের ৫৫ জন বিভিন্ন পর্যায়ের নেতা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগদানের বিষয় নিশ্চিত করেছেন। এই অতিথির সংখ্যা আরও বাড়বে।
ইতিমধ্যে ২ জন অতিথি বাংলাদেশে এসে পৌঁছেছেন বলে জানান ডা. দীপু মনি।
তবে অতিথিদের নাম জানানো হয়নি।
সংবাদ সম্মেলনে অভ্যার্থনা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।