

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে আজ শনিবার সকালে মৎস্য অভিযান পরিচালনা কালে অবৈধ মৎস্য শিকারীদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ সময় তিনজনকে আটক করেছে অভিযানে থাকা পুলিশ।
উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভীর হেসেন সময়ের কণ্ঠস্বরকে জানান, ঐ দিন সকালে গোপালপুর ঘাট হতে ট্রলার যোগে পদ্মার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গোপালপুর ঘাট হতে প্রায় দুই কিলোমিটার দূরে জাল ফেলতে দেখে অভিযানকারীগণ এগিয়ে গেলে শিকারীরা পালিয়ে যাওযার চেষ্টা করে। এ সময় তাদেরকে থামতে বললে শিকারীদের কাছে থাকা বৈঠা ও বাঁশ দিয়ে অভিযানের ট্রলারের মাঝিকে অাক্রমণ করে। পুলিশ সদস্যরা ক্ষীপ্রতার সাথে তাদেরকে আটক করে। এ সময় শিকারীদের নৌকাটি পানিতে ডুবে যায়। তাদের কাছ হতে ২০০০ মিটার জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়েছে।
এরা হচ্ছে জাকির হোসেন (২৫) পিতা: ফজলুর রহমান, ফারুক বেপারী (২৪) পিতা: আইয়ূব আলী বেপারী, সুমন বেপারী (২৫) পিতা: ইসাহাক বেপারী এরা প্রত্যেকেই সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তাদেরকে শাস্তির আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানান মৎস কর্মকর্তা।