
মোঃ মহিবুল্লাহ্ আকাশ, স্টাফ করেসপন্ডেন্ট- রেলওয়ে দুর্ঘটনা প্রতিরোধকল্পে গণসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ। আজ শনিবার সকাল ১১ টায় রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ওই প্রচারণা কার্যক্রমের উদ্ধোধন করেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মোঃ আজাদ পিপিএম বার, সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ একেএম লুৎফর রহমানসহ রেলওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিন প্রচারণা কর্মসুচির অংশ হিসেবে পুলিশ সদস্যরা জনগণের মাঝে দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন, এবং হ্যান্ড মাইকে বিভিন্ন দিক নির্দেশনা দেন।