

সময়ের কণ্ঠস্বর: ঢাকার আশুলিয়ায় মোবাইল চার্জে লাগিয়ে কথা বলার সময় চার্জার বিস্ফোরণে পোশাক কারখানার এক দম্পতি আগুনে দগ্ধ হয়েছেন। তারা হলেন একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মী মো. জাফর মিয়া (৪৫) ও তার স্ত্রী পোশাক কারখানার শ্রমিক দুলালী বেগম (৩৫)। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এই দম্পতির বাড়ির মালিক মাহমুদ আলী বলেন, ভোর পাঁচটার দিকে মোবাইল ফোনে কথা বলার সময় বিকটশব্দে তার চার্জার বিস্ফোরণ হয়ে এরা দুইজনেই দগ্ধ হন। পরে আমি তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে দুপুর ১২টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি। এই দম্পতি আশুলিয়ার পলাশবাড়ি চৈতি ভিলার টিনসেট বাড়িতে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, জাফরের শরীরের ৭২ শতাংশ ও দুলালীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তারা কেউই শঙ্কামুক্ত নন। তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে।