

স্পোর্টস আপডেট ডেস্কঃ
আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
সপ্তাহ খানেক আগেই নারী দলের জন্য ইংলিশ কোচ নিয়োগ করে বিসিবি। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ডেভিড ক্যাপেলকে নিয়োগ দেয়া হয় তখন। কয়েকদিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা রয়েছে লেভেল-৪ কোচিং কোর্স সম্পন্ন করা ৫৩ বছর বয়সী এ কোচ।
১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল
জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, হালিমা খাতুন, রিতু মনি, আয়শা রহমান, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরিয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, শোভানা মুস্তারি ও সালমা খাতুন।
স্ট্যান্ড বাই : সানজিদা ইসলাম, লতা মণ্ডল, শায়লা শারমিন, মোর্শেদা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।