

সময়ের কণ্ঠস্বর ডেস্ক – বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। উপগ্রহ চিত্র বলছে, রবিবার সন্ধেতেই মায়ানমার উপকূলে এটা আছড়ে পড়বে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটির সৃষ্টি হয়েছে সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি শক্তি বাড়ানোয় জলীয় বাষ্প নিজের কেন্দ্রের দিকে টানতে শুরু করেছে। তার সঙ্গে উত্তর ভারত থেকে ছুটে আসা শুকনো বাতাস। এই দুইয়ের প্রভাবে ঝাড়খণ্ড ও বাংলায় এক ঝটকায় তাপমাত্রা ২ ডিগ্রি মতো নেমে গিয়েছে। রবিবার মায়ামনার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর সেটা বাংলাদেশের দিকে এগোবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস ।
যদি অভিমুখ ঘুরিয়ে বাংলাদেশের দিকে যায় দক্ষিণবঙ্গে এর প্রভাব পড়তে পারে। তা হলে দুর্গাপুজোর মতো কালীপুজো ও দীপাবলীও কি বৃষ্টির কারণে মাটি হতে চলেছে? আবহাওয়ার চোখরাঙানি রয়েছে, তবে প্রভাব কতটা পড়বে এখনই বলতে পারছে না রাজ্য আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড়টির প্রভাবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। দুর্গাপুজোর পর পরই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ থেকে ২ ডিগ্রি নেমে যায়। আবহাওয়া কিছুটা মনোরম হয়। এই নিম্নচাপের কারণে তাপমাত্রা কিছুটা বাড়বে, সেই সঙ্গে আর্দ্রতার কারণে একটু অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।