

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্তে ২৭৫ বোতল মালিকবিহীন ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হাসান মোর্শেদ আজ রবিবার দুপুর ১২টায় জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হুসাইনের নেতৃত্বে একটি টহল দল আজ দিবাগত রাত পৌনে একটায় (রবিবার) সীমান্ত পিলার ১৮৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেড়ীবাঁধ সংলগ্ন আমবাগান এলাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা জব্দ মূল্যর ২৭৫ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।