

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: আজ ২৩ অক্টোবর রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের নব-গ্রামে দুপুর দেড় টার দিকে পুকুড়ে পড়ে আছিয়া (২) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। নিহত আছিয়া নব-গ্রামের কুয়েত প্রবাসী মোস্তফার মেয়ে।
পুরিবার সূত্রে জানা গেছে, আছিয়া আক্তার বাড়ির পাশে খেলা করছিলো হটাৎ করে তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে পরে অনেক খোজাঁখুজি করে পুকুর থেকে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।