

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ প্রতিনিধি: শেরপুরে নির্মাণাধীন জেলা সদর হাসপাতালের নতুন ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন সাদিকুল নামের এক নির্মাণ শ্রমিক। ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল পোনে ৮টার দিকে। নিহত সাদিকুল চাঁপাইনবাবগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামের বাসীন্দা মফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, নিহত সাদিকুল প্রায় ১ মাস পূর্বে শেরপুর জেলা সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের কাজ করতে আসে। প্রতিদিনের ন্যায় আজ রবিবার সকালেও ছয় তলার ছাদে ক্রেনিং মেশিন চালু করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা: মোবারক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।