

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিজ বাড়ীতে বৈদ্যুতিক বাতির সুইচ অন করতে গিয়ে আজ রবিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চেনু বানু (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের হোসেন ভিটা আলালপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৩ টার দিকে নিজ ঘরে বৈদ্যুতিক বাতির সুইচ অন করার সময় বৈদ্যুতিক বোডের্র সংযোগে ক্রুটি থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বোর্ডের সাথে আটকে যায় চেনবানু। কিছুক্ষন পরে তাকে ঐ স্থান থেকে সরানো হলেও আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।