

নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে শরীয়তপুরের জাজিরায় ২৮ জেলেকে আটক করেছে র্যাব-৮। এ সময় প্রায় ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত নদীতে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে শরীয়তপুরের জাজিরায় পালের চর এলাকায় ২৮ জেলেকে আটক করেছে র্যাব-৮। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সময়ের কণ্ঠস্বরকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে শরীয়তপুরের জাজিরায় পালের চর এলাকায় ২৮ জেলেকে আটক করে র্যাব-৮। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদন্ড দেওয়া হয়। তাদের কাছ থেকে প্রায় ১০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।