

আন্তর্জাতিক ডেস্কঃ
জাপানে ১২টির বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ মোতায়েন করবে আমেরিকা। আগামী বছর এফ-৩৫ লাইটিং২ যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এতে চীন ক্ষুব্ধ হবে এবং পূর্ব এশিয়ায় উত্তেজনা আরো ঘনীভূত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
জাপানের মার্কিন বাহিনী টুইটার বার্তায় এফ-৩৫ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে। জাপানের ইমাগুচি প্রিফ্যাকচারের আইওয়াকুনি নগরীর মেরিন ঘাঁটিতে এ সব বিমান মোতায়েন করা হবে বলে টুইটার বার্তায় জানানো হয়।
মোতায়েন করতে যাওয়া বিমানের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে নি পেন্টাগন। তবে জাপানি সংবাদ মাধ্যম ১৬টি বিমানের কথা উল্লেখ করেছে।