

এইচ এম মিলন, কালকিনি প্রতিনিধি: দেশ মাতৃকা ও বিশ্বের সকল জীবের শান্তি-কল্যান কামনায় মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলত খাঁন সার্বজনীন রাধাগবিন্দ মন্দিরের কীর্ত্তন কমিটির আয়োজনে দিবাগত রাতে স্বর্গীয় বাবু চিত্ত রঞ্জন ভক্তের আঙ্গীনায় রাতভর শ্রীশ্রী হরিনাম মহা সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কয়েক হাজার ভক্ত সমাগমে কীর্ত্তন কমিটির সভাপতি সুধির রঞ্জন শিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রিয়লাল মাঝির সঞ্চালনে বক্তব্য রাখেন কীর্ত্তন কমিটির সহ-সভাপতি লক্ষন চন্দ্র ঢালী, লক্ষন চন্দ্র শিকদার, প্রান্তোষ মন্ডল, অতুল মন্ডল, গৌতম পোদ্দার, থানার এস আই সঞ্জয় কুমার, কালাচান মন্ডল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা স্বপন হালাদার, কিরন হাজারী ও কালকিনি প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর প্রতিনিধি এইচ এম মিলন প্রমূখ।